মুম্বই: বছর শেষে দারুণ খবর মোবাইল ব্যবহারকারীদের জন্য। বিরাট সুখবর শোনাল রিলায়েন্স জিও। মুকেশ অম্বানির টেলিকম সংস্থার ঘোষণা, আগামীকাল অর্থাত্ ২০২১ এর প্রথম দিন থেকেই দেশের ভিতরে বাকি যে কোনও নেটওয়ার্কে রিলায়েন্স জিওর ভয়েস কল ফ্রি হবে। রিলায়েন্স জিও থেকে বিনামূল্যে ভয়েস কল করা যাবে যে কোনও নেটওয়ার্কে। ইন্টারকানেক্ট ইউসেজ চার্জ (আইইউসি) ব্যবস্থার অবসান হচ্ছে, তাই এই সুবিধা মিলবে বলে বিবৃতিতে জানিয়েছে তারা।
রিলায়েন্স জিও বলেছে, টেলিকম রেগুলেটরি অথরিটি অব ইন্ডিয়ার (ট্রাই) নির্দেশানুসারে বিল ও কিপ জমানা ১ জানুয়ারি থেকে কার্যকর হচ্ছে। ফলে ইন্টারকানেক্ট ইউসেজ চার্জ যাবতীয় ঘরোয়া ভয়েস কলের ক্ষেত্রে ইন্টারকানেক্ট ইউসেজ চার্জ বন্ধ হয়ে যাচ্ছে। তাদের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আইইউসি চার্জ উঠে গেলেই ঘরোয়া অফ-নেট ভয়েস কল চার্জ শূন্য করার যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তাকে পালন করে জিও আবার ১ জানুয়ারি ২০২১ থেকে সব অফ-নেট ঘরোয়া ভয়েস কল ফ্রি করে দেবে। অন-নেট ঘরোয়া ভয়েস কল বরাবরই জিও নেটওয়ার্কে ফ্রি ছিল।
