Header Ads Widget

পত্রিকায় খবর পেয়ে এক মানসিক ভারসাম্যহীন ব্যাক্তির সহায়তায় তার পাশে দাঁড়ালেন সভাধিপতি, গৌর চন্দ্র মন্ডল


 মালদা জেলার মানিকচক বিধানসভার অন্তর্গত চৌকি মিরদাদপুরের বাসিন্দা শেখ কাসেদ মানসিক ভারসাম্যহীন। আনন্দবাজার পত্রিকার মাধ্যমে তার অসুস্থতার খবর পেতেই তাকে সাহায্যের জন্য ছুটে যান মালদা জেলা পরিষদের সভাধিপতি মাননীয় শ্রী গৌর চন্দ্র মন্ডল মহাশয়। তিনি উক্ত ব্যক্তির প‍রিবারের সাথে দেখা ক‍রে তার চিকিৎসার জন্য আর্থিক সাহায্যের পাশাপাশি তার স্বাস্থ্য সাথী কার্ড তৈরি করে মালদা মেডিক্যাল কলেজের চিকিৎসার ব্যবস্থা করে দেন ।

এরই সাথে তিনি উদ্দিষ্ট ব্যক্তির পরিবারবর্গের পাশে ভবিষ্যতে সবরকমভাবে থাকারও আশ্বাস দিয়েছেন মাননীয় সভাধিপতি মহাশয় তাঁর বক্তব্যে জানিয়েছেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সর্বদা সবসময় সাধারণ মানুষের পাশে, সাধারণ মানুষের সাথে রয়েছেন তাঁরই অনুপ্রেরণায় মানবিক কর্মযজ্ঞের সরিক হিসেবে তিনিও সর্বদা সবসময় সাধারণ জনগণের পাশে তাদের বিপদে আপদে রয়েছেন। সেখ কাসেদ যাতে ভবিষ্যতে আরো ভালো চিকিৎসা করে সুস্থ হয়ে উঠতে পারেন তার জন্য মাননীয় গৌর চন্দ্র মন্ডল মহাশয় যথাযথ পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন।