Header Ads Widget

Online Fraud: অনলাইনে ২২ হাজার মানুষকে প্রতারণা , পুলিশের জালে অভিযুক্ত

 


বর্তমানে অনলাইনে কেনাকাটা খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। আবার, বিশেষ করে করোনা পরবর্তী সময়ে অনলাইনেই কেনাকাটা একেবারে আম হয়ে গেছে।আর এরই সাথে পাল্লা দিয়ে সাইবার আক্রমণ বেড়ে চলেছে।এই অনলাইনে কেনাকাটার নামে মুম্বাইয়ের ২২ হাজার মানুষকে বিপাকে ফেলে এক ব্যক্তি। মুম্বাই পুলিশ ঐ ব্যক্তিকে গ্রেফতার করে। তার বয়স ৩২ বছর।



 জানা গেছে যে, ঐ ব্যক্তি অনলাইন শপিংয়ের নামে লোভনীয় জিনিস অফার করে। এইভাবে একাধিক মানুষকে সে প্রতারিত করে। আর সেজন্যই তাকে গ্রেফতার করা হয়েছে।আরও জানা যায় যে, এই অনলাইনে কেনাকাটার ফাঁদে পড়ে এক মহিলা তার ৭০ লক্ষ টাকা হারান। ফলে, তিনি পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। 


   


   ইতিমধ্যে ঐ অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে একাধিক ধারাতে অভিযোগ দায়ের করা হয়েছে। এমনকি, তার বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনেও অভিযোগ দায়ের করা হয়েছে। জানা গেছে যে, ঐ অভিযুক্ত ব্যক্তি একাধিক ভুয়ো শপিং সাইট মারফত এই অপরাধ ঘটিয়েছিল। তবে, পুলিশের তরফে বিস্তারিত তদন্ত চলছে। করোনা পরবর্তী সময়ে বারংবার এই ধরনের অপরাধ চলছে। ফলে, প্রশাসনের কর্তারা উদ্বেগের মধ্যে রয়েছেন। তাই তারা সাইবার অপরাধের ক্ষেত্রে কড়া নজরদারি চালাচ্ছেন।