Header Ads Widget

Partha Chatterjee: 'কোটিপতি' শিক্ষামন্ত্রী! বাড়ি আছে-গাড়ি নেই, পার্থর হলফনামায় কত সম্পত্তি?


 রাজ্যের শিক্ষামন্ত্রী তিনি। শাসক দল তৃণমূলের মহাসচিবও বটে। শিক্ষা দফতরে তাঁর মন্ত্রিত্বাকালে বিতর্ক কিছু কম হয়নি। টেট দুর্নীতি থেকে সঠিক সময় এসএসসি পরীক্ষা না হওয়ার নানা ঘটনায় তাঁক আক্রমণ শানিয়েছে বিরোধীরা। তবু, বেহালা পশ্চিম কেন্দ্রে সেই পার্থ চট্টোপাধ্যায়ের উপর ভরসা রেখেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পার্থর বিপরীতে বিজেপি এবার প্রার্থী করেছে অভিনেত্রী শ্রাবন্তীকে। অবশ্য নিজের চেনা জায়গায় এবারের লড়াইকেও কঠিন বলে মানতে নারাজ পার্থ। সম্প্রতি মনোনয়ন পেশ করেছেন তিনি।


আর সেই হলফনমা অনুযায়ী, ২০১৯-২০ আর্থিক বছরে রাজ্যের শিক্ষামন্ত্রী মোট আয় করেছেন ৫ লক্ষ ৩৯ হাজার ৭২০ টাকা। যে সময় তিনি হলফনামা জমা দিয়েছেন, তখন তাঁর হাতে নগদ ছিল ১ লক্ষ ৪৮ হাজার ৬৭৬ টাকা। পার্থ বাবুর চারটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে রয়েছে প্রায় ৬৪ লক্ষ টাকা।


তবে, শেয়ার কোনও বিনিয়োগ করেননি তিনি। বরং আস্থা রেখেছেন জীবন বিমার উপর। সেই অনুযায়ী, ২৫ লক্ষ টাকার এলআইসি পলিসি আছে বেহালা পশ্চিমের তৃণমূল প্রার্থীর। সবচেয়ে বড় কথা, তাঁর অস্থাবর সম্পত্তির পরিমান ৯০ লক্ষ ৯৪ হাজার ৮৬৩ টাকা ৷


রাজ্যের শিক্ষামন্ত্রী জানিয়েছেন, তাঁর নামে কোনও গাড়ি নেই। এমনকী কোনও গয়নাও নেই। তবে, নাকতলায় দেড় কাঠা জমির উপর দোতলা বাড়ি আছে পার্থ বাবুর। তা অবশ্য পৈতৃক সম্পত্তি। সেই বাড়ির বর্তমান বাজারদর ২৫ লক্ষ টাকা ৷ সব মিলিয়ে রাজ্যের শিক্ষামন্ত্রীর স্থাবর ও অস্থাবর মোট সম্পত্তির পরিমাণ ১ কোটি ১৫ লক্ষ ৯৪ হাজার ৮৬৩ টাকা ৷




হলফনামায় তিনি আরও জানিয়েছেন, স্নাতক স্তরে তিনি পড়াশোনা করেছেন আশুতোষ কলেজে। আর বছর ছয়েক আগে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে ডক্টরেট করেন তিনি। যদিও তাঁর ডক্টরেট করা নিয়ে সে সময় নানা বিতর্ক তৈরি হয়েছিল।