কালীপুজোর দিন ভুলেও করবেন না এই আটটি কাজ সংসারে নেমে আসবে চরম অমঙ্গল এ বছরের কালী পুজো পড়েছে কার্তিক মাসের অমাবস্যা তিথিতে অনুষ্ঠিত হয়। দীপান্বিতা কালীপুজো এই দিনে আলোকসজ্জা ও আতশবাজির উৎসবের মধ্য দিয়ে সারা রাত্রি ব্যাপি কালীপূজো করা হয়ে থাকে ।দীপান্বিতা কালীপূজা হচ্ছে অন্যতম একটি উৎসব তাই বলা হচ্ছে, এই দিনে কোনভাবেই এই আটটি কাজ করা একদমই উচিত নয় দুষ্টের দমন ও শিষ্টের পালনের জন্য মায়ের আরাধনা করা হয়ে থাকে ।তাই বলা হচ্ছে এই পবিত্র দিনে আপনি কখনই এই সব কাজগুলি একদমই করবেন না আপনার সংসারে চরম অমঙ্গল নেমে আসবে।
সকল প্রকার অশুভ শক্তির হাত থেকে মুক্তি পেয়ে যাবেন মা সর্বদাই সকল সন্তানদের রক্ষা করবে তবে শুরু করা যাক আজকে,
- যে কাজ গুলো কালীপুজোর রাতে নিষেধ
প্রথমে আমরা দেখে নেবো এই দিনে আপনি কোনোভাবেই ঠাকুরঘরে কোনরকম চামড়ার তৈরি জিনিস একদমই রাখবেন না ।পুজোর ঘরে চামড়া দিয়ে তৈরি কোন জিনিস একদমই রাখবেন না বলা হয়ে থাকে আপনি যদি এটি দেখে থাকেন তাহলে আপনার গৃহে অমঙ্গল নেমে আসবে এবং পুজোর ঘরে চামড়ার কোন জিনিস রাখলে পুজোর হওয়ার অপবিত্র হয়ে যায় তাই চামড়া তৈরি ব্যাগ কিংবা চামড়ার তৈরি অন্য কোন জিনিস পুজোর ঘরের বাইরে রাখুন আপনার কপালে চরম দুর্ভাগ্য নেমে আসবে।
অপরদিকে দেখে নেব আপনি কখনোই ভাঙ্গা মূর্তি পূজা করবেন না মূর্তি ভেঙ্গে গেলে অবশ্যই মূর্তি স্থাপন করবেন। কোন মূর্তি ভেঙ্গে গেলে তার জোড়া দিয়ে পুজো করবেন না আর কালীপুজোর দিন পর অলক্ষ্মীপুজো অবশ্যই করবেন ।
বলা হচ্ছে ঠাকুরঘরে কোনভাবেই পূর্বপুরুষদের ছবি একদমই রাখবেন না অনেক ক্ষেত্রে দেখা যায় যে কি ঠাকুর ঘরে এইরকম ছবি রেখে থাকেন কিন্তু বলা হচ্ছে ঠাকুরঘরে আপনি কেবল মাত্র দেবদেবীদের ছবি বা মূর্তি রাখবেন। কিন্তু কোনভাবেই পূর্বপুরুষের ছবি একদমই রাখবেন না এটা করা একদমই উচিত নয় ।
অপরদিকে দেখে নেব আপনি এই দিনে পরিষ্কার বা নতুন কাপড় জামা পরিধান করুন। পুজোর সময় মা কালীর পুজো তে বসার সময় শুদ্ধ বস্ত্র পরিধান করবেন নতুন কাপড় থাকলে তা অবশ্যই প্রদান করবেন এবং মাকে অঞ্জলি দেবেন ।
অপরদিকে দেখে নেব আপনি যখন পুজোয় বসবেন বা অঞ্জলী দেবেন তখন কোনভাবেই খারাপ চিন্তা একদমই করবেন না সামনে হাত জোড় করে বসবেন প্রার্থনা করুন যাতে আপনার মনের কালিমা দূর হয়। দেবীমুর্তির সামনে বসে অঞ্জলি দেওয়ার সময় কোন ভাবে অনিষ্ট কিংবা খারাপ চিন্তা একদমই মাথায় আনবেন না। অবশ্যই মাকে ভক্তি ভরে পুজো করুন আপনার সকল মনোবাসনা গুলি জানান যাতে সকল প্রকার শত্রু দমন করতে পারে এবং শিষ্টের পালন হয়। তাই অবশ্যই আপনি এই নিয়মটি সর্বদাই মেনে চলুন ।
এরপর আপনাদের যে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অবশ্যই খেয়াল রাখুন, এবং মেনে চলুন আপনি যখন ভোগ বিতরন করবেন বা প্রস্তুত করবেন তখন কোনো ভাবেই কথা বলবেন না এমনকি আপনি যদি পারেন অবশ্যই আপনার মুখে একটা কাপড় বেঁধে ফেলুন কারণ ,কথা বললে অনেক সময় আমাদের মুখের থেকে থুতু কিংবা লালা এসে পড়তে পারে খাবারের মধ্যে
সে ক্ষেত্রে যদি ছিটকে এসে রোগের মধ্যে পড়ে তাহলে তা অতিষ্ঠ হয়ে যায় আর এই প্রচেষ্ঠা অন্য দেবীকে নিবেদন করা মহাপাপ। তাই বলা হচ্ছে আপনি যখন ভোগ পোস্ট করবেন অবশ্যই এই ক্রিয়াটি মেনে চলুন নচেৎ আপনার কপালে দুর্ভাগ্য নেমে আসবে মা কখনোই ক্রিপা লাভ করবে না আপনার প্রতি তাই আসার আগ প্রত্যেক এই নিয়মটি মেনে চলুন তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন এই কালীপুজোর দিন কোন কাজগুলি একদমই করবেন না যে কাজগুলো করলে আপনার জীবনে চরম অমঙ্গল নেমে আসতে পারে অপরদিকে দেখে নেব এই দিন রাতের বেলায় কখনোই শ্মশান কিংবা কবরস্থানে একদমই যাবেন না এমনকি নির্জন ফাঁকা স্থানে একদমই যাওয়া উচিত নয় এতে বিভিন্ন অশুভ শক্তি খারাপ শক্তির প্রভাবে পড়তে পারেন যার ফলে আপনার মধ্যে নেগেটিভ শক্তি এবং অশুভ শক্তির বাসা বাঁধবে তাই ভুলেও এই ক্রিয়াটি একদমই করবেন না বলা হচ্ছে এই দিনে আপনি বাড়িতে কখনোই ঝগড়া-বিবাদ অশান্তি একদমই করবেন না এতে বাড়ির সুখ শান্তি নষ্ট হয় তাই এই ক্রিয়াটি সর্বদাই মেনে চলুন অপরদিকে দেখে নেব যেখানে পুজো হচ্ছে ঘরে কখনোই জুতো পড়ে প্রবেশ করবেন না শুধু তাই নয় পুজোর স্থানে বা পুজোর ঘরের আশেপাশে জুতো জোড়া খুলে একদমই রাখবেন না পুজোর থেকে অনেকখানি দূরে অবশ্যই দ্রুত করুন নচেৎ আপনার কপালে চরম দুর্ভাগ্য নেমে আসবে তাই এই ভুলগুলি একদমই করবেন না কারণ এই দিনটা একটা মাহাত্ম্যপূর্ণ দিন মাকে আলপনা করা হচ্ছে তাই আশা রাখবো মায়ের পুজোর দিনে এইসব কাজগুলি করে নিজের জীবনের বিপদ নিজেই ডেকে আনবেন না আর ভক্তি ভরে অবশ্যই মায়ের পুজো করুন মাকে অঞ্জলি দিন এবং আপনি আপনার সকল মনোবাসনা গুলি মায়ের উদ্দেশ্যে জানিয়ে দিন দেখবেন অবশ্যই আপনার প্রতি সন্তুষ্ট হবেন সকল