বুদ্ধের বাণী: দুশ্চিন্তাহীন জীবনের পথে দীক্ষা"
বুদ্ধের অমৃতবাণী আমাদের শেখায় কিভাবে ঘৃণার পরিবর্তে ভালোবাসা ছড়িয়ে দিয়ে, ধৈর্য ও আত্মবিশ্বাসের মাধ্যমে জীবনের চ্যালেঞ্জগুলোর মোকাবিলা করতে হয়।
আমরা প্রত্যেকেই বড় সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি ।চারপাশের এই অবস্থার জন্য আমাদের মন এই মুহূর্তে খুবই অশান্ত প্রতিমুহূর্তে ভয়,টেনশন,আশঙ্কা যেন আমাদের ঘিরে রয়েছে ।সেজন্য মহাত্মা গৌতম বুদ্ধের কিছু মন ছুঁয়ে যাওয়া বাণী রইল আপনাদের জন্য,যাই দুঃসময় আপনার মনকে শান্ত এবং দুশ্চিন্তা মুক্ত করতে সাহায্য করবে