Header Ads Widget

বুদ্ধের বাণী: দুশ্চিন্তাহীন জীবনের পথে দীক্ষা" বুদ্ধের বাণী

 বুদ্ধের বাণী: দুশ্চিন্তাহীন জীবনের পথে দীক্ষা"

বুদ্ধের অমৃতবাণী আমাদের শেখায় কিভাবে ঘৃণার পরিবর্তে ভালোবাসা ছড়িয়ে দিয়ে, ধৈর্য ও আত্মবিশ্বাসের মাধ্যমে জীবনের চ্যালেঞ্জগুলোর মোকাবিলা করতে হয়।

  আমরা প্রত্যেকেই বড় সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি ।চারপাশের এই অবস্থার জন্য আমাদের মন এই মুহূর্তে খুবই অশান্ত প্রতিমুহূর্তে ভয়,টেনশন,আশঙ্কা যেন আমাদের ঘিরে রয়েছে ।সেজন্য মহাত্মা গৌতম বুদ্ধের কিছু মন ছুঁয়ে যাওয়া বাণী রইল আপনাদের জন্য,যাই দুঃসময় আপনার মনকে শান্ত এবং দুশ্চিন্তা মুক্ত করতে সাহায্য করবে 



 গৌতমবুদ্ধ বলেছেন যে আমাদের কখনোই এটা দেখা উচিৎ নয় যে কি কি চলে গেছে,আমাদের সর্বদা এটা দেখা উচিৎ যে আর কি কি করা এখনো বাকি আছে তিনি বলেছেন-

যে ঘৃণা ঘৃণা দিয়ে কখনই শেষ করা যাবেনা। একমাত্র ভালবাসার দাঁড়ায় শেষ করা যেতে পারে। আর এটাই হল চরম সত্য যে তার থেকে ভালো নিজের উপর বিজয় লাভ করে ফেলুন ।তাহলে জয়  সর্বদা আপনারই হবে এবং সেই জয় আপনার থেকে কেউ ছিনিয়ে নিতে পারবে না ।

একটা প্রদীপ এর মাধ্যমে হাজারটা প্রদীপকে জালানো যেতে পারে কিন্তু তাতে সেই প্রদীপ আলো কখনোই কমে যায় না ঠিক সেইভাবেই খুশিকে ছড়ানো হলে খুশি কখনোই কমে যায় না,বরং সেটা অনেক গুণে বেড়ে যায় ।আমরা সবার মাঝে নিজের কথা এবং কাজের মাধ্যমে খুশি ছড়িয়ে দিতে পারি তাদের মোটিভেট করতে পারি যাতে তারাও ভালো থাকে। এবং আমরাও ভালো থাকি মহাত্মা বুদ্ধ বলেছেন যে শান্তি আমাদের ভেতর থেকে আসে একে বাইরে কোথাও খুঁজে লাভ নেই আপনি কতটা ভালোবাসা দিলেন কতটা পূর্ণতার সাথে জীবনকে উপভোগ করলে এবং কতটা গভীরতার সাথে হতাশাকে জীবন থেকে ত্যাগ করলেন এগুলোই সবশেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ধৈর্য হলো খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস মনে রাখবেন ,কিন্তু বিন্দু বিন্দু জলের ধারায় ভর্তি হয় তাই এই বিপদের সময় আমাদের প্রত্যেকের উচিত ধৈর্য ধরা। এবং এই বিশ্বাস রাখা যে এই অবস্থা একদিন অবশ্যই বদলে যাবে গৌতম বুদ্ধ বলেছেন আমাদের উচিত কাউকে বাজে কথা না কারণ সেও তার বদলে বাজে কথা বলে প্রত্যুত্তর'' দিতে পারে উত্তপ্ত বাক্যবিনিময় আমাদের জন্যেও তখন কষ্টদায়ক হবে এবং দণ্ডের প্রতি দন্ড আমাদের কেউ স্পর্শ করবে পুড়ন্ত কয়লাকে অন্যের দিকে ছড়ার মন করে নিজের হাতে ধরে রাখার সময় এটা সবার প্রথমে আপনাকেই জালাবে আপনি যা চিন্তা করেন আপনি বাস্তবে সেটাই হয়ে যান আপনি যা অনুভব করেন আপনি তাই করেন এবং আপনি যা কল্পনা করেন আপনি বাড়ি নির্মাণ করেন তিনটে জিনিস বেশিক্ষণ লুকিয়ে থাকতে পারে না সূর্য চন্দ্র এবং সত্য তাই সবশেষে এটাই বলব যে থাকবেনা বিশ্বাস এখন খুব তাড়াতাড়ি আমাদের সামনে থেকে সব অন্ধকার দূর হয়ে যাবে ।