এই সমস্ত ফোনে আর চলবে না WhatsApp, দেখে নিন লিস্ট
এই সমস্ত ফোনে আর চলবে না WhatsApp, দেখে নিন লিস্ট
কিছুদিনের মধ্যেই প্রায় 40 স্মার্টফোনে বন্ধ হয়ে যাবে WhatsApp। এমনই জানাচ্ছে মার্কিন অধীনস্থ মেসেজিং সংস্থা। বছরখানেক আগে হোয়াটসঅ্যাপ নামক মেসেজিং অ্যাপের অস্তিত্ব থাকলেও ছিল না এমন বাড়বাড়ন্ত। বিশেষ করে মহামারির সময় থেকে সময় কাটানো হোক বা অফিসিয়াল কাজ, সবেরই মাধ্যম হয়ে উঠেছে এই মেসেজিং অ্যাপ।আড্ডা দেওয়া, ইমোজি পাঠিয়ে মজা করা থেকে স্টেটাস আপডেট, ফটো ও ভিডিও শেয়ার, ভিডিও কলিং এই সমস্ত ফিচার ইউজারদের কাছে বেশ জনপ্রিয়। সেসঙ্গে অপ্রয়োজনীয় মেসেজ হাইড করে রাখার জন্য আর্কাইভ ফিচার বা নতুন ভিডিও কলিং ডিসপ্লে ফিচার সবই ইউজারদের বেশ কাছের।