"ক্ষুধার্ত মানুষের শ্লোগান"
স্বদেশের সম্পদ বিদেশ পাচারে, বিদেশেতে রাজপ্রাসাদ গড়ে
দেশটাকে খায় যারা লুটেপুটে;
ওরা সব চোরের খনি, দেয় দেশপ্রেমের বাণী
দেশটাকে করে শেষ হরিলুটে।
চাল ডাল তেল আটা কিনতে যে বুকফাটা
কষ্টে গরীব কাঁদে;
গরীবের রক্ত-ঘাম, নেই তার কোনো দাম
জীবন জিম্মি আজ দূর্বৃত্তের ফাঁদে।
দুঃসহ জীবন নিয়ে গরীব কাঁদে।
এদেশ জিম্মি দূর্বৃত্তের ফাঁদে।
নেই মাথা গোজাঁর ঠাঁই অসহায় মানুষ তাই
পড়ে থাকে বস্তি কিবা ফুটপাতে;
মশার কামড় আর বৃষ্টি বাদল ঝড়
তবু নাকি আছে ওরা জান্নাতে।
এমন আজব কথা শুনলে ঘুরবে মাথা
দেশের মানুষ আছে বেহেশতে;
বৃদ্ধ বাবা ঘরে ক্ষুধায় ছটফট করে
দুবেলা দুমুঠো ভাত পায়না খেতে।
অবুঝ শিশুর মুখে ক্ষুধার অন্ন দিতে
ব্যর্থ বাবা বড় অসহায় ;
বাবার ওষুধের দাম সারাটা দিনের ঘাম
মায়ের পথ্য যে জোটেনা হায়।
বাড়েনা তো ইনকাম বাড়ে সব জিনিসের দাম
বাজার দখলে রাজার কালো বাজারে;
গ্রাম কিবা শহরে নগর বন্দরে
অসৎ নেতাদের অত্যাচারে।
বাজার ঊর্ধ্বগতি দুর্ভোগ দুর্গতি
জনজীবন গতিহারা;
অসহায় জনগণ মৌলিক প্রয়োজন
মেটাতে আজ দিশাহারা।
নিম্ন মধ্যবিত্তের জীবন দুর্ভিক্ষের
অন্তরে বেদনার হাহাকার;
কষ্টের দীর্ঘশ্বাস জীবন নাভীশ্বাস
পারেনা কাউকে তবু বুঝাবার।
সিন্ডিকেট প্রতিদিন বাড়ে দাম সীমাহীন
চরম ভোগান্তি সীমা ছাড়িয়ে;
বাড়েনা গরিবের আয় বেতন দাঁড়িয়ে ঠাঁয়
মানুষের সুখ গেছে হারিয়ে।
শোনো রাজা বাহাদুর সিন্ডিকেট করো দূর
মুক্ত কর দেশ অসাধুর শিকল হতে;
ঘুষখোর হারামখোর গুন্ডা বদমাশ চোর
দেশটা জিম্মি আজ ওদের হাতে।
অন্ন বস্ত্র চাই ক্রয় ক্ষমতা যে নাই
দুঃসহ জীবন গণমানুষের;
উন্নয়ন সবই ম্লান ক্ষুধার্ত মানুষের স্লোগান
ভেঙ্গে দাও সিন্ডিকেট যতো এদেশের।
ভেঙ্গে দাও সিন্ডিকেট সব এদেশের।