Header Ads Widget

ভুবনেশ্বরে পৌঁছে গেলেন Partha chatterjee, মন্ত্রীর শারীরিক পরীক্ষা করতে তৈরি AIIMS

 

Headline: এসএসকেএম হাসপাতালে আগেই পার্থ চট্টোপাধ্যায়কে ভর্তি হতে নিষেধ করেছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় অনেক আগেই এই মন্তব্য করেছিলেন তিনি। কিন্তু শনিবার ব্যাঙ্কশাল আদালত নির্দেশে ধৃত পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে।



 SSC নিয়োগ দুর্নীতি মামলায় রীতিমত ফেঁসে গিয়েছেন তৃণমূল কংগ্রেসের অন্যতম মন্ত্রী ও হেভিওয়েট নেতা Partha chatterjee। ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে মিলেছে ২১ কোটি টাকা। পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ হিসেবে এরপরেই গ্রেফতার করা হয়েছে তাকে। রেহাই পাননিPartha chatterjee।  নিজেও। সোমবার তাঁকে নিয়ে ভুবনেশ্বর উড়ে গিয়েছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। 




উল্লেখ্য, এসএসকেএম হাসপাতালে আগেই Partha chatterjee

 ভর্তি হতে নিষেধ করেছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় অনেক আগেই এই মন্তব্য করেছিলেন তিনি। কিন্তু শনিবার ব্যাঙ্কশাল আদালত নির্দেশে ধৃত পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে। এই ঘটনায় রীতিমত অসন্তুষ্ট এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট। শনিবার রাতেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় কেন্দ্রীয় সংস্থা। 



Partha Chatterjee reached Bhubaneswar, AIIMS ready to conduct physical examination bpsb




রবিবার বিকেলে হয় শুনানি। দীর্ঘ সওয়াল জবাবের পর Partha chatterjee চিকিৎসার জন্য ভুবনেশ্বর এইমস-এ নিয়ে যাওয়ার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। সোমবার ভোরেই পার্থকে নিয়ে যাওয়া হয় ভুবনেশ্বরে। সঙ্গে যান পার্থর চিকিৎসক আর আইনজীবী। তাঁকে বিমানবন্দর থেকে সোজা নিয়ে যাওয়া হয় এইমস হাসপাতালে। ভুবনেশ্বর এইমসে পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে। 


সোমবার সকাল সোওয়া আটটা নাগাদ এসএসকেএম থেকে দমদম বিমানবন্দরে এসে পৌঁছয় Partha chatterjee। অ্যাম্বুলেন্স। এরপর সেখান থেক এয়ার অ্যাম্বুলেন্সে করে ভুবনেশ্বরে উড়িয়ে নিয়ে যাওয়া হয় পার্থকে। 


এদিকে, রবিবার ব্যাঙ্কশাল কোর্টে তোলা হয় অর্পিতাকে। অর্পিতার বিষয়ে বেশ কয়েকটি প্রশ্নের উত্তর পেতে চাইছে। ইডির নজরে Arpita mukherjee সম্পত্তি রয়েছে। শেষে ৫ বছরে বিদেশে গিয়েছেন Arpita mukherjee? কোথায় কোথায় গিয়েছেন? কোন সময় গিয়েছেন? কেন বিদেশ গিয়েছেন? নামে বেনামে কোথায়, কত সম্পত্তি রয়েছে? জানতে অর্পিতাকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি। 



ইডির প্রশ্ন দুর্নীতির টাকা কি বিদেশে পাঠানো হয়েছে? এরকম একাধিক প্রশ্নের উত্তর তার থেকে জানতে চাইছেন তদন্তকারীরা। এদিকে, জানা গিয়েছে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় বিপুল পরিমাণ টাকা হাওয়ালার মাধ্যমে পাঠানো হয়েছিল। ইডি সূত্রে খবর পার্থ অর্পিতার গ্রেফতারির পর এবার তাদের নজরে রয়েছে একটি গার্মেন্ট সংস্থা। একটি টেক্সটাইল সংস্থার একাধিক ডিরেক্টরের সঙ্গেPartha chatterjee। যোগ রয়েছে বলে ইডি সূত্রে খবর। কয়েকটি টেক্সটাইল সংস্থার ডিরেক্টরকে নোটিশ পাঠাতে চলেছে ইডি। এছাড়াও দুটি নামকরা শাড়ি বিপনির দিকে নজর ইডির।