![]() |
| শুভেন্দুর ট্যুইটে ফের অর্পিতা-তৃণমূল যোগসূত্র! কটাক্ষ মমতাকে |
Partha Chatterjee Live: টেট দুর্নীতিতেও নাম জড়াল পার্থ-র
SSC-র পর এবার টেট দুর্নীতিতেও নাম জড়াল পার্থ চট্টোপাধ্যায়ের । প্রাক্তন শিক্ষামন্ত্রীর বাড়ি থেকে মিলেছে ২০১২ সালের টেট উত্তীর্ণদের সংশোধিত তালিকার নথি।
Partha Chatterjee Live Updates: শুভেন্দুর ট্যুইটে ফের অর্পিতা-তৃণমূল যোগসূত্র! কটাক্ষ মমতাকে
ফের অর্পিতা মুখোপাধ্যায়ের সঙ্গে তৃণমূলের যোগসূত্রের দাবি জানিয়ে ট্যুইট করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ট্যুইটারে তিনি লিখেছেন, কথায় আছে, বিপদের সময় নাকি মানুষকে ভালো করে চেনা যায়। কিন্তু দিদিমণি বিপদে পড়ে একজনকে ঠিক চিনতেই পারছেন না। যখন ববির ওখানে যেত আসত, পার্থদার সঙ্গে তৃণমূলের মঞ্চ আলো করে ভোটের প্রচার করত, তখন তো দেখলেই বলতেন, কেমতি আছন্তি। এখন একটু খোঁজ নিয়ে জিজ্ঞেস করুন, কেমতি আছন্তি?
Partha Chatterjee Live: পার্থর গ্রেফতারিতে বিজেপি-র ‘চোর ধরো, জেল ভরো’ কর্মসূচি আসানসোলে
স্কুলে নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারির ঘটনায় আসানসোলে বিজেপির চোর ধরো জেল ভরো কর্মসূচি। এদিন কুলটির নিয়ামতপুরে মিছিল করেন বিজেপি কর্মীরা। মিছিল শেষে পথ অবরোধও করা হয়। আধঘণ্টা পর পুলিশ গিয়ে বিজেপির অবরোধ তুলে দেয়
Partha Chatterjee Live Updates: অর্পিতার কাছ থেকে মিলেছে বেশ কিছু তথ্য! ইডি সূত্রে খবর
অর্পিতাকে জিজ্ঞাসাবাদে বেশ কিছু তথ্য পাওয়া গিয়েছে! দাবি ইডি সূত্রে। বয়ানে অসঙ্গতি ধরা পড়লে দু’জনকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হতে পারে।
Partha Chatterjee Live: মাঝে বিরতি পার্থকে, চার ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে ইডি
সকাল ১০টা থেকে, প্রায় চার ঘণ্টা ধরে পার্থ-অর্পিতাকে জিজ্ঞাসাবাদ ইডি-র। পার্থকে কিছু ক্ষণের বিরতি। অর্পিতাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অর্পিতার কাছ থেকে বেশ কিছু তথ্য় মিলেছে বলে অভিযোগ।
Partha Chatterjee Live: শুভেন্দুর ট্যুইটে ফের অর্পিতা-তৃণমূল যোগসূত্র! কটাক্ষ মমতাকে
Partha Chatterjee Live Updates: পার্থ ও অর্পিতার বাড়ি থেকে যৌথ নামে নথি! কারণ জানতে চায় ইডি
ইডি-র দাবি, পার্থ ও অর্পিতা, দু’জনের বাড়ি থেকেই যৌথ নামে বেশ কিছু নথি মিলেছে। এর কারণ জানতে চান ইডি-র তদন্তকারীরা। ইডি সূত্রে দাবি, পার্থর সঙ্গে অর্পিতার
.jpg)
