Header Ads Widget

Munmun Dutta: ব্রা ছাড়া আঁটসাঁট পোশাক পরে উদ্দাম নাচ বাবিতার

Babita bhabi,


মুনমুন দত্ত হিন্দি টেলিভিশন জগতের অন্যতম পরিচিত একজন অভিনেত্রী। দর্শকমহলের ববিতা নামেই বেশি পরিচিত তিনি। ‘তারক মেহেতা কা উল্টা চশমা’য় ববিতার চরিত্রেই অভিনয় করে থাকেন মুনমুন দত্ত। বলাই বাহুল্য, বর্তমানের অন্যতম ব্যস্ত অভিনেত্রী মুনমুন। মিডিয়ার পাতায় কারণে অকারণে চর্চায় থাকতে দেখা যায় তাকে। সম্প্রতি নিজের সাম্প্রতিক একটি ইনস্টা রিল ভিডিওর সূত্র ধরেই চর্চার আলোয় অভিনেত্রী, যা দেখার পর থেকেই কিছুটা হলেও অবাক হচ্ছেন নেটমহলের একাংশ। বর্তমানের অভিনেত্রী হিসেবে সোশ্যাল মিডিয়ার পাতায় ভালোই সক্রিয় ‘তারক মেহেতা কা উল্টা চশমা’র অভিনেত্রী মুনমুন দত্ত। প্রায়ই নিজের একাধিক রিল ভিডিও ও ছবি শেয়ার করে নিতে দেখা যায় তাকে। সম্প্রতি নিজের শেয়ার করে নেওয়া একটি ইনস্টারিল ভিডিওর সূত্র ধরেই সকলকে চমকে দিয়েছেন অভিনেত্রী। পাশাপাশি ভিডিওটি শেয়ার করে প্রিয় বন্ধুর কথাও উল্লেখ করতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। আসলে সাম্প্রতিক ভিডিওতে একটি জনপ্রিয় গানের তালে নিজের প্রিয় বন্ধুর সাথে সাম্প্রতিক এই রিল ভিডিওটি বানিয়েছেন মুনমুন দত্ত। তবে ভিডিওটি ভালো করে দেখলেই বোঝা যাবে তিনি ভিডিওতে নিজের সাথে নিজেই নেচেছেন। অর্থাৎ দু’ধরনের পোশাক পরে দুবার একই গানে নেচে একসাথে জুড়ে দিয়েছেন ভিডিও দুটি। টাইট ফিটিংস্ দুই ধরনের ওয়েস্টার্ন ড্রেসেই ভিডিওতে দেখা মিলেছে তার। তারপরেই রিল ভিডিও আকারে শেয়ার করে নিয়েছেন সোশ্যাল মিডিয়ার পাতায়। প্রথম চটে দেখলে মনে হবে দুজন আলাদা আলাদা মানুষ, তবে তা একেবারেই নয়। শেয়ার করা পুরো ভিডিওটি ভালোভাবে দেখলেই সবটা স্পষ্ট হবে সকলের কাছে। আসলে সবটাই প্রযুক্তির কেরামতি।