Header Ads Widget

হৃদ রোগে জরাজীর্ণ অনুব্রত মন্ডল ! কি করবে এবার সিবিআই

 বোলপুরের দম্ভ নেতা ও সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অনুব্রত মন্ডল হয়েছেন হৃদ রোগে আক্রান্ত ও সাথে রয়েছে প্রস্টেট এর সমস্যা জানিয়ে SSKM হাসপাতালের বিশেষ চিকিৎসক মন্ডলী ।

এদিন সকাল বেলা থেকেই বুকের ব্যাথা অনুভুত করছিলেন তৃণমূলের শীর্ষ নেতা অনুব্রত মণ্ডল।

আজ সকালে নিজস্ব গাড়ী তে নিজাম প্যালেস যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন মাঝপথে তীব্র যন্ত্রণা তড়িহড়ি করে নিয়ে যাওয়া হয় SSKM হাসপাতাল। সেখানে হৃদরোগ বিশেষজ্ঞ নানান পরিক্ষা করে বলেন উনার মাইল্ড হ্যাট আট্যাক হয়েছে ও রয়েছে উচ্চ রক্ত চাপ এছাড়া রয়েছে প্রস্টেট েেএ র সমস্যা তাই উনি এখন চিকিৎসাধীন অবস্থায় থাকবে হাসপাতালে এসএসকেএম


 হাসপাতাল সূত্রে খবর, এ দিন সকাল থেকেই শ্বাসকষ্ট, বুকে ব্যথা ও অস্বস্তি অনুভব করছিলেন তৃণমূল নেতা৷ পরীক্ষার প্রাথমিক রিপোর্টে দেখা যায়, অনুব্রত মণ্ডলের হৃদযন্ত্রে গুরুতর সমস্যা রয়েছে৷ চিকিৎসক সরোজ মণ্ডল জানিয়েছেন, মাইল্ড হার্ট অ্যাটাক হয়েছে তৃণমূল নেতার৷ সেই কারণেই বুকে ব্যথা অনুভব করেন তিনি৷

আগে থেকে অনুব্রত মণ্ডলের স্লিপ অ্যাপনিয়ার মতো সমস্যা ছিল৷ উচ্চ রক্তচাপেও ভোগেন তিনি৷ এই পরিস্থিতিতে তাঁর আরও বেশ কিছু পরীক্ষা করা দরকার বলেও মনে করছেন চিকিৎসকরা৷ এর পাশাপাশি অনুব্রত মণ্ডলের প্রস্টেটেরও সমস্যা রয়েছে, তার জন্য ইউরিন কালচার পরীক্ষাও করা হবে বলে হাসপাতাল সূত্রে খবর৷

এদিন তাঁর দুই আইনজীবী নিজাম প্যালেস গিয়ে অনুব্রত মণ্ডলের মেডিক্যাল রিপোট দিয়ে জানান যে ,উনি এখুন অসুস্থ তা সত্তেও উনি তদন্তে সহযোগিতা করবেন, আধিকারিকরা যদি উনার সঙ্গে দেখা করতে চাই তাহলে চিকিৎসকের কাছে আবেদন করার কথাও জানিয়েছেন।