Header Ads Widget

বীরভূম জেলা অনুব্রত মণ্ডলের দুই অন্ডকোষের অবস্থা খারাপ বলছেন চিকিৎসকরা

 


সূত্রের খবর :- অনুব্রত  মণ্ডলের (Anubrata Mandal) ফুসফুসের পরীক্ষার রিপোর্টও খুব একটা ভাল আসেনি। ফুসফুসে এখনও জল জমে রয়েছে। এমনকী, ৬ মিনিটস ওয়াক টেস্টেও ৭২ মিটারের বেশি হাঁটলেই তাঁর অক্সিজেন স্যাটুরেশন ড্রপ করছে। বীরভূম জেলা তৃণমূল (TMC) সভাপতিকে অক্সিজেন সাপোর্ট দিতে হচ্ছে। ফলে তাঁকে এখনও হাসপাতালে ভর্তি রাখার সিদ্ধান্ত নিয়েছে মেডিক্যাল বোর্ড।

গরুপাচার কান্ডে  তৃণমূল জেলাসভাপতি anubrata mandal কে তলব করেছিলো CBI । এর সেদিন রওনা দেওয়ার সময় আচমকা গাড়ি ঢুকে SSKM হাসপাতালে তাকে দেওয়া হয় উডবার্ন ব্লকের ১২½ নম্বর রুম ‌।

চিকিৎসক রা বলছেন ওনার হৃদয়ে অসুখ রয়েছে ,রয়েছে প্রস্টেট েেএ র সমস্যা।

মঙ্গলবারই নানুর বিধানসভায় অনুব্রতর আরোগ্য কামনায় শাল-চন্দন কাঠে বিশাল যজ্ঞের আয়োজন করা হয়। ১০ কেজি বেল কাঠ, ৫ কেজি শাল কাঠ, ৩ কেজি চন্দন কাঠ, ৫ কেজি ঘি ও ১০৮ টি বেল পাতা দিয়ে যজ্ঞ করা হয়। যজ্ঞে উপস্থিত ছিলেন বীরভূম জেলার পূর্ত কর্মাধ্যক্ষ কিং খান, নানুর বিধানসভার বিধায়ক বিধানচন্দ্র মাঝি প্রমুখ।