Header Ads Widget

হাতে এই পাঁচটি চিহ্ন থাকলে কি কি অশান্তি ধেয়ে আসতে পারে জেনে নিন!

 


আচ্ছা আমি বলব আপনার হাতে যদি এক্স চিহ্ন থাকে তাহলে ভবিষ্যতে আপনার সাথে যে ঘটনাগুলো ঘটবেই সে বিষয়ে জ্যোতিষশাস্ত্র বলে হস্তরেখায় মানুষের ভাগ্য নির্ধারণের প্রধান উপায়। সেই শাস্ত্র আরো মনে করে হাতের তালুতে রেখা দ্বারা গঠিত কয়েকটি বিশেষ  বিরল চিহ্ন সৌভাগ্য ইঙ্গিত দেয়। তেমনি একটি সৌভাগ্য সূচক চিহ্ন হচ্ছে এক্স চিহ্ন।  জানেন কি এক্স চিহ্ন আসলে  কি?




 নিজের হাতের তালুর দিকে তাকান দেখবেন আড়াআড়িভাবে তিনটি রেখা অত্যন্ত উজ্জ্বল এবং প্রকট হয়ে রয়েছে ।এর মধ্যে আঙ্গুলের দিক থেকে প্রথম রেখা টি হল হৃদয়রেখা, দ্বিতীয় মস্তিষ্ক রেখা ,ও তৃতীয় রেখা টি হল ভাগ্য রেখা। আর ওপর-নিচে বিস্তৃত যে রেখাটি তিনটি কিংবা দুটি রেখাকে ছেদ করেছে সেটি হল ভাগ্য রেখা।

 এবার দেখুন তো ভাগ্য রেখা ছেদ করছে হৃদয় রেখা কে ?

যদি এই হৃদয় রেখা ও ভাগ্য রেখা সংযোগস্থলে, ইংরেজি এক্স এর মত একটি চিহ্ন দুই হাতেই তৈরি হয় তাহলেই কেল্লা ফতে। 


জ্যোতিষ বিশেষজ্ঞরা জানাচ্ছেন দুই হাতেই এজাতীয় চিহ্নের উপস্থিতি বিশেষ সৌভাগ্যের ইঙ্গিত দেয়। যাদের হাতে এই ধরনের চিহ্ন থাকে তারা শুধু যে শারীরিকভাবে অত্যন্ত শক্তিশালী ও নিরোগ দেহের অধিকারী হন তা না, পাশাপাশি তাদের মানসিক দৃঢ়তা ও প্রবল হয়। ফলে সর্ব ক্ষেত্রে সাফল্য লাভ করেন তারা

 মস্কোর এসটিআই ইউনিভার্সিটির গবেষকরা জানাচ্ছে,জেই পৃথিবীর মাত্র 3 শতাংশ মানুষের দুই হাতেই এই চিহ্ন রয়েছে গবেষণার মাধ্যমে তারা দেখেছেন সম্রাট আলেকজান্ডা, আব্রাম রিংটোন, পভল আজ পুতিন মত প্রভাবশালীদের হাতে এই চিহ্ন নিল চিহ্ন রয়েছে ।এরা প্রত্যেকেই নিজ নিজ ক্ষেত্রে অত্যন্ত সফল কাজেই আপনি যদি তিন শতাংশ মানুষের অন্তর্ভুক্ত হয় তাহলে আপনিও নিজের ভাগ্য নিয়ে দুশ্চিন্তা মুক্ত থাকতে পারেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভাল লেগে থাকলে অবশ্যই