Header Ads Widget

ধনী হতে চাইলে এই ৪ টি কথা কাউকে বলবেন না | Chanakya Niti In Bengali | How To Become Rich

How To Become Rich



 কঠিন কাজ তারপরও আবার যারা ধনী হওয়ার চেষ্টা করে যাচ্ছেন তাদের আবার শত্রুর শেষ নেই আমাদের দেশের মানুষেরা যেভাবে এমনই আমরা কারো ভালো সহ্য করতে পারি না আর এমন একটি অবস্থায় আপনি চাই করার চেষ্টা করছেন বা করে যাচ্ছেন না কেন সেগুলো আপনি কখনোই কারো সাথে শেয়ার করবেন না আর যদি আপনি মনে হলেও সেগুলো শেয়ার করে ফেলেন তাহলে আপনি কখনোই আর যাই হোক ধনী হতে পারবেন না এবং পাশাপাশি আপনার অনেক শত্রু তৈরি হয়ে যাবে তাই প্লিজ একটু মনোযোগ দিবেন

Don't share


তো চলুন সবার প্রথম যে বিষয়টি আপনি কারো সাথে শেয়ার করবেন না, সেটি হলো আপনার কাছ থেকে কত টাকা পয়সার রয়েছে পাশাপাশি আপনি কি পরিমাণ টাকা প্রতিমাসে ইনকাম করেন।


 দেখুন

 আপনি যদি এই কথা কাউকে বলে দেন তাহলে এটি একটি হিউমেন নেচার যেকোনো, ব্যক্তি কাউকে নিজের থেকে এগিয়ে যাক তা  সহ্য করতেই পারে না। এখন ধরুন আপনি আপনার কোনো বন্ধু বা আত্মীয় স্বজনকে আপনার ইনকাম বা টাকা-পয়সার পরিমাণ বললেন তার কিছু সময় পরই দেখবেন তার ব্যবহার একটু অন্যরকম হয়ে গিয়েছে আপনার সাথে ,সে সব কিছুতেই কেমন যেন একটু বিরক্ত ফিল করবে ।আর তারপর দেখবেন সে আপনাকে আপনার কাছের মানুষদের কাছে ছোট করার চেষ্টা করবে ।আপনার পিছনে আপনার বদনাম করবে ।আপনাকে ডমিনেট করার চেষ্টা করবে সব জায়গায় আর তার জায়গা থেকে আরও যা যা করা যায়, তার সবকিছুই শেষ চেষ্টা করবে আপনাকে ক্ষতি করার জন্য ।যেন আপনি তার চেয়ে এগিয়ে যেতে না পারেন আর বিশ্বাস করুন আর নাই করুন, এটি আমাদের জন্মগত অভ্যাস পর আরও একটি মহা বিপদে পড়তে হবে সেটি হলো যখন কেউ জানতে পারবে আপনার কাছে টাকাপয়সা রয়েছে তখন কি করবে এখন আপনি তো সবাইকে দিতে চাইবে না না আবার সবাইকে দিতে পারবে না তখন কিছু মানুষ আপনার উপর অকারনে বিরক্ত হয়ে যাবে তাদের সাথে তখন আপনার সম্পর্ক খারাপ হয়ে যাবে আর এরপর যাদের উপর আপনি টাকা পয়সা ধার দিবেন তার আবার দেখবেন সময় মত টাকা পয়সা ফেরত ও দিবে না, টাকা পয়সাগুলো দরকার হবে তখন আপনি তাদের কাছ থেকে পাবে না। এভাবে করে তখন আপনি তাদের উপর বিরক্ত হয়ে যাবেন আবার আপনার সম্পর্ক নষ্ট হয়ে যাবে।




দেখুন টাকাপয়সা ঋণের ক্ষেত্রে যেটি হয় আপনি যখন টাকা পয়সা ধার দিচ্ছেন তখন সেটি আপনার মর্জি কিন্তু আপনি যখন টাকা পয়সা ফেরত যাচ্ছেন তখন সেটি তার অন্যের মর্জির ওপর আপনার হাত থাকবে না এটাই স্বাভাবিক। এখন এই বিষয়টির উপর আরো একটি কথা সবাই তো আবার খারাপ নয় এটাও সত্য আপনি যদি বুঝতে পারেন এই লোক আপনাকে সময় মত টাকা ফেরত দিবে তাহলে আপনি দিতে পারেন ।



দ্বিতীয় যেই কাজটি করা যাবে না সেটি হলো আপনার কাছে যেই পরিমাণ অর্থ রয়েছে তা কখনো কোনোভাবেই নষ্ট করা যাবে না। অবিশ্বাস্য হলেও সত্য আমরা প্রায় 90 শতাংশ মানুষই আমাদের নিজের প্রয়োজনীয় অর্থ গুলো ও প্রয়োজনীয় কাজে নষ্ট করে ফেলি এবং পরবর্তীতে আফসোস করতে থাকি।


দেখুন, আপনি যদি আপনার অর্থ নষ্ট করে ফেলেন তাহলে ,এই অর্থই আপনাকে একদিন নষ্ট দিবে



আর এর একটি বাস্তব উদাহরণ আপনাদেরকে দিচ্ছি কিছুদিন আগে আমার এক বন্ধু আমাকে ফোন দিয়ে বলল তুই আজ সন্ধ্যায় আমার বাসায় চলে আসিস। আমি আজ সন্ধ্যায় তোকে নিয়ে শপিং মলে যাব, তখন আমি সেইদিন সন্ধ্যায় তাকে আর আমি একসাথে শপিংমলে যাওয়ার জন্য বের হলাম। সে শপিংমলে যাওয়ার জন্য একটা রিকশাওয়ালা কে ডাকল বলল শপিংমলে যাবেন কত টাকা ভাড়া নিবে 30 টাকা !।

 

সে বলল 25 টাকার ভাড়া আপনি 30 টাকা চাচ্ছেন কেন ?তখন সে সেই রিকশাওয়ালা কে বাদ দিয়ে অন্য রিক্সাওয়ালাকে নিল আর আমাকে বলল 5 টাকা বেশি দিব কেন দিব! তারপর সে শপিং মলে গিয়ে একটি টি-শার্ট কিনল যার মূল্য ছিল 1600 টাকা তখন আমি তাকে বললাম এই টাকা দিয়ে তো ৪টা ভালই শার্ট কিনতে পারতাম তখন সে বলল যাই হোক ভাই এইটাতো ব্র্যান্ডেড টি-শার্ট তাইনা এখন 



সে একটি গরীব রিকশাওয়ালা কে 5 টাকা বেশি দিতে চাইলো না কিন্তু সে শুধুমাত্র ব্র্যান্ডের জন্য 1600 টাকা দিয়ে দিলো। আবার সত্য কথা বলতেসে কিন্তু যাই হোক আমরা এটি করে থাকি টাকা পয়সা অপচয় করার অভ্যাস গড়ে তুলি। আর এভাবে করে আমরা অভ্যস্ত হতে হতে একটা সময় নিজের উপর কন্ট্রোল হারিয়ে ফেলি। আমাদেরকে একটা সময় কষট করে দেয় ।তাই প্লিজ বিষয়টিকে একটু বোঝার চেষ্টা করুন আপনার ইনকাম যতই হোক ধোনী হোন না কেন খরচের ক্ষেত্রে নিজের ব্রেন সেন্স কে কখনোই হারিয়ে ফেলবেন না ।



তৃতীয় যে বিষয়টি আপনি কাউকে কখনোই বলবেন না সেটি হলো আপনি কোন বিজনেস করার প্লান করেন বা কোন বিজনেস শুরু করে দিয়েছেন তাহলে আপনি সেই কারো সাথে শেয়ার করবেন না। 


কারণ হতেও পারে সে আপনার প্ল্যান কি নিয়ে নিজেই সেই


 বিজনেস শুরু করে দিতে পারে ।আবার ধরুন সে নিজে শুরু করল না কিন্তু এটি শেষে বিজনেস প্লান টি কে অন্য কারো সাথে শেয়ার করে ফেলবে। তখন আপনি একটু চিন্তা করুন আপনি কি পরিমান বিপদে পড়বেন। তাই নিজেরাই ইডিয়াকে কারো সাথে শেয়ার করা যাবে না ,তবে নিজের ফ্যামিলি পার্সন এর সাথে আপনি শেয়ার করতে পারেন যার সাথে শেয়ার করলে আপনার কোন রিক্স থাকবেনা তাদের সেটা হতে পারে।



 চতুর্থ বিষয়টি হলো আপনি যদি কখনো এমন কোন অপরচুনিটি পেয়ে যান যেখানে আপনি টাকা পয়সা ইনভেস্ট করলে অনেক টাকা ইনকাম করতে পারবেন, তাহলে টাকা পয়সা ইনভেস্ট করবেন ঠিকই কিন্তু সব টাকা ইনভেস্ট করা যাবে না ।


আমরা যে ভুলটি করে ফেলি খুব দ্রুত অনেক টাকা কামিয়ে ফেলবো, এই চিন্তা করে কোনো ভালো অপরচুনিটি পেলেই সব টাকা পয়সা ইনভেস্ট করে ফেলি। কিন্তু এটি সম্পূর্ণ ভুল কারণ দেখুন ভবিষ্যৎ কিন্তু কেউ জানে না ভবিষ্যতে হান্ডেট পার্সেন্ট কনফার্ম করে কেউ কিছু বলতে পারবে না হতেও পারে আপনার প্লানে কোন ভুল ছিল না আপনি যার সাথে প্ল্যান করে কাজটি করেছেন তার প্লান। কোন এমন যদি হয়ে যায় তাহলে কিন্তু আপনি শেষ তাই বিজনেস হোক বা কোন কিছু করার ক্ষেত্রে শুরুটা অল্পতে হলেই ভাল হয় তাহলে দেখবে কম থাকে থাকা যায় ।



এখন আমি আপনাদের সাথে চারটি সিক্রেট শেয়ার করব এই গোপন টিপস গুলো আপনাদের ধনী হতে খুব বেশি হেল্প করবে



 ১,Control Your Thoughts

 কন্ট্রোল অর্থ মানে আপনার চিন্তা আপনাকে কন্ট্রোল করতেই হবে মানে বুঝে শুনে চিন্তা ভাবনা করতে হবে। যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের বিবেচনা করতেন না পারবো ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের ব্রেইনের পুরো ক্ষমতা দিয়ে কোন কাজ করতে পারবো না ।এখন আপনারাই বলুন আমাদের  দিয়ে কাজ করতেন নাই পারি তাহলে, সাকসেস আসবে কি? করে তাই নিজের চিন্তা ভাবনা গুলোকে বুঝেশুনে করতে হবে, কোনটা ভাল আর কোনটা আপনার জন্য ক্ষতিকর সেগুলো বুঝিয়ে বুঝিয়ে করতে হবে। কারণ আপনার এখনকার চিন্তাভাবনায় আপনার ভবিষ্যত ।আর এটি কিভাবে সিটি আপনাদেরকে একটু বুঝিয়ে বলছি

 আপনার চিন্তাভাবনা মানে আপনার থেকে তৈরি হয়, আপনার ফিলিংস আপনার ফিলিংস ই আপনার কাজের একশন নাই আর এই একশোনি আপনার কাজের রেজাল্ট এনে দেয় সো বুঝতেই পারছেন। আপনার চিন্তাভাবনা পরবর্তীতে আপনার কাজের রেজাল্ট হিসেবে পরিণত হবে।



2 Any thing happens in your life

 দেখুন আপনার লাইফে ভালো মন্দ যাই হোক সেটি আপনার নিজের নেওয়ার ডিসিশন থেকেই হয়েছে আরসিটি আপনাকে বিশ্বাস করতেই হবে তাই কখনোই নিজের কোন খারাপ করি স্থিতির জন্য অন্যকে দোষারোপ করা যাবে না আর এভাবে করে যখন আপনি বুঝতে পারবেন যখন আপনি সেটিকে সলভ করার চেষ্টা করতে থাকবেন আর এভাবে করি আপনি আপনার বিজনেস বা কোন সেক্টর ই হোক না কেন আপনি একজন এক্সপার্ট হয়ে উঠবেন ।আর সকল সাকসেসফুল লোকেরাই এভাবে করেই তার সেক্টরে এক্সপার্ট হয়েছে ।



3Are You Ready To Work Hard

দেখুন যদি আপনাকে 


হার্ডওয়ার্ক এর জন্য রেডি থাকতে হবে আর এটি কখনোই আপনি টাকা পয়সা দিয়ে করাতে পারবে নি না এখানে আরো একটি জিনিস অ্যাড করে সেটি হল নিজের সাথে নিজের কমিটমেন্ট আর আগে যেটা বললাম নিজের প্রচন্ড পরিমাণ হার্ডওয়ার করার এবিলিটি এই দুটি জিনিস আপনার মত থাকতেই হবে এই পৃথিবীর যত সাকসেসফুল লোকেরাই রয়েছে তাদের দেখলে দেখবেন তারা তাদের কাজে প্রচুর পরিমাণ Commitment ছিলেন এবং তাদের বিজনেস বা কাজের শুরুতে একটা সময় তারা অনেক বেশি পরিশ্রম করেছেন এখন ঘরে বসে বসে টিভি দেখা বন্ধুদের সাথে আড্ডা দিয়ে আপনি কখনোই জীবনে সাকসেস পাবেন না তার জন্য আপনাকে টাইম দিতে হবে দিতে হবে আপনার নিজের ভবিষ্যতের লক্ষ্যে পৌঁছানোর জন্য আপনার নিজের ভিতর পাহাড় নিজের তৈরি করতে হবে তাহলেই একমাত্র স্থান।


4.Problems Are Part Of life

 প্রবলেম স্যার পার্ট অফ লাইফ দেখুন এই পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে কোন প্রবলেম ছাড়াই জীবনে সাকসেস পেয়েছেন প্রবলেম সবার লাইফে আসতেই থাকবে আর যদি আপনি সেই প্রবলেমস নিয়ে বসেই থাকেন তাহলে আপনার problem কখনো slove হবে না তাই অবশ্যই Save the Problem আপনি যত নিজের কাজের প্রবলেম গুলোকে সলভ করতে থাকবেন জীবনে তত দ্রুত

 সাকসেস পাবেন তবে অনেক সময় অনেক বড় করলেন তখন আমরা খুব অসহায় হয়ে পড়ে নিজেকে খুব দুর্বল বলে মনে হয় মনে হয় আমাকে দিয়ে হয়তোবা এই কাজটি আর হবেই না আর দুঃসময়ে এগুলো আমাদের জীবনকে আরও বেশি দুর্বল করে দেয় আর আমরা একটা সময়ে গিয়ে অসুস্থ হয়ে পড়ি কিন্তু আজব হলেও সত্য সকল প্রবলেমই নেই কোনো না কোনো সমাধান দেখুন আপনি যেটি করতে পারছেন না অন্যে কিন্তু সেটি ঠিকই করে ফেলছে তাই এটি আপনাকে বিশ্বাস করতেই হবে অন্যের পারলে আপনিও পারবেন তবে এমন হতে পারে এখন আপনি আপনার প্রবলেমটা সলভ করতে পারছেন না কিন্তু কাল সকালে হয়তো পারবেন অথবা পরশু সকালে হয়তোবা পারবেন আপনি আপনার প্রবলেমকে পুরো মাথা খাটিয়ে সলভ করার চেষ্টা করে যেন কেউ না কেউ এই কাজটি করতে পারলে আপনিও পারবেন হয়তোবা আপনার একটু এখন



 আমি আপনাদের সাথে যে কোন কাজে সাকসেস হওয়ার একটি সাইন্টিফিক রুলস শেয়ার করবো জাস্ট দুই তিন লাইনের মধ্যে আপনারা বিষয়টি একটু মনোযোগ দিয়ে শুনি তখন যেকোনো কাজের সাকসেস পাওয়া আপনাদের জন্য একটি সময় ব্যাপার হবে মাত্র মানে খুব সহজ হয়ে যাবে তার আপনাদের কে প্রথম পয়েন্টে একটু বলেছিলাম চলুন আবার বলি আমাদের যে কোন বিজনেস বা যেকোনো কাজের ক্ষেত্রে সবার প্রথম আসে আমাদের চিন্তা ভাবনা মানে আমাদের সেই কাজটি কে নিয়ে বা সেই বিজনেস ইন্ডিয়া আমাদের নিজস্ব প্লান এরপর এই চিন্তা ভাবনা ভাবনা নেই আমাদের ফিলিংস এর সাথে কানেক্ট হয় আর ফিলিংস এর সাথে কানেক্ট হয়ে আমাদের সেই কাজ পাশে করার জন্য অ্যাকশন নিতে সাহায্য করে মানে বিজনেস ঠিক করার জন্য আমাদেরকে ফোর্স করে আর এই একশোনি আমাদের যেকোনো কাজের রেজাল্ট এনে দেয় সেটি ভালো-মন্দ এর মানে হলো আমাদের যে কোন বিজনেস বা যেকোনো কাজের শুরুটা হয় আমাদের চিন্তা ভাবনা বা আমাদের ঘর থেকেই তাই টাকা-পয়সার ঠিক জায়গায় কোন ভুল করা যাবেনা তাহলে দেখবেন খুব দ্রুত ধনী হওয়া আপনার জন্য সময়ের ব্যাপার মাত্র এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার