হাইলাইটস
তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়কে তলব করল CBI
আইকোর চিটফান্ড মামলায় পার্থকে তলব করা হয়েছে বলে CBI সূত্রে খবর
আগামী সপ্তাহে পার্থকে হাজিরা দিতে নির্দেশ দেওয়া হয়েছে
এই সময় ডিজিাল ডেস্ক: ভোটের মুখে শিক্ষামন্ত্রী তথা তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee) তলব করল CBI। আইকোর চিটফান্ড মামলায় পার্থকে তলব করা হয়েছে বলে CBI সূত্রে খবর। জানা যাচ্ছে, আইকোরের অনুষ্ঠানে দেখা গিয়েছিল শিক্ষামন্ত্রীকে। ভিজিল্যান্স কমিশনের চিঠি সূত্রে পার্থকে তলব করা হয়েছে বলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর। আগামী সপ্তাহে পার্থকে হাজিরা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। CBI তলব প্রসঙ্গে সংবাদমাধ্যমে পার্থ চট্টোপাধ্যায় বলেন, 'খবর পাইনি। জানি না। আমি এমন কোনও কাজ করি না, যে CBI তলব করবে।'
অন্যদিকে, নির্বাচনের মুখে ইডি-র নোটিশের মুখে মদন মিত্র। সারদাকাণ্ডে ২ হাজার ৪৫৯ কোটি টাকার আর্থিক তছরুপের মামলার জিজ্ঞাসাবাদের জন্য ১৮ মার্চ তাঁকে তলব করেছে ইডি। বিধানসভা ভোটে কামারহাটি থেকে তৃণমূল প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন মদন মিত্র। ২০১৪ সালের ১২ ডিসেম্বর সারদাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার হয়েছিলেন তৎকালীন তৃণমূল মন্ত্রী মদন মিত্র (Madan Mitra)। ২২ মাস জেলে কাটানোর পর জামিন পান তিনি। আলিপুর আদালতে ১৫ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পান তিনি। স্থানীয় থানায় পাসপোর্ট জমা রাখা সহ একাধিক শর্ত আরোপ করা হয় তার উপর। প্রথমে প্রভাবশালী তত্ত্বে বেশ কয়েকবার জামিন খারিজ হয়ে যায় তাঁর। পরে তিনি জামিনে মুক্ত হন।
সম্প্রতি সারদাকাণ্ডে কুণাল ঘোষকেও জিজ্ঞাসাবাদের জন্য তলব করে ইডি। সোমবার সারদাকাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য কুণাল ঘোষকে তলব করেছিল ইডি। জিজ্ঞাসাবাদ পর্ব শেষে সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে সংবাদমাধ্যমের সামনে তিনি দাবি করেন, চিটফান্ড সংস্থা সারদার কাছ থেকে পাওয়া সমস্ত টাকাই ফেরত দিতে চান। সূত্র মারফত জানা গিয়েছে, বুধবার চিত্রশিল্পী শুভাপ্রসন্নকে তলব করেছে ED। শিল্পীকে ১৫ মার্চ হাজিরা দিতে বলা হয়েছে।
