Header Ads Widget

আপনি কি চোখের কালো দাগ নিয়ে চিন্তিত !জেনে নিন উপায়



কালো দাগ নিয়ে চিন্তিত !

চোখের নিচে দাগ পড়লে তা  ঠিক কতটা আমাদের উপর সৌন্দর্য্যে ওপর প্রভাব করে তার আয়নার সামনে দাড়িয়ে স্পষ্ট বোঝা যায়। এটির মাধ্যমে শুধু আমাদের অসুন্দরী দেখায়, তাই নয় এটি আমাদের বয়স বাড়িয়ে দেয়। তাই যদি আপনি ওই একই সমস্যায় ভুগতোভুগি হয়ে থাকে তাহলে, জেনেনিন



আমরা জানবো চোখের নিচে কালো দাগ কেন পড়ে ?এটি রোধে করণীয় কি? এটি স্থায়ীভাবে দূর করতে লাইফ স্টাইলে কি কি পরিবর্তন আনতে হবে? এবং এর থেকে মুক্তির জন্য কার্যকরী কিছু হোম রেমেডি সম্পর্কে বলবো ।

কথা দিচ্ছি এগুলো 100% কার্যকরী হবে আপনার জন্য আশা করি এই একটি ভিডিও আপনার সমস্যার স্থায়ী সমাধান দিতে পারবে তো সবার


  •   চোখের নিচে কালো দাগ কেন পড়ে ?(Why dark spots under the eyes?)

চোখের তলায় সাধারণত কালচে এবং বাদামি দুই ধরনের দাগ পড়তে পারে। বাদামী দাগ সাধারণত তৈরি হয় জিনগত কারণে তবে ,পর্যাপ্ত ঘুম রোদে পুড়েও  হতে পারে ।এমন অবস্থার ভিটামিন বি সমৃদ্ধ খাবারের অভাবে চোখের নিচে কালো দাগ  তৈরি হয়। এছাড়াও কম্পিউটারের সামনে টানা কাজ করা শারীরিক ও মানসিক সমস্যা শুষ্ক ত্বক বয়স বাড়ে ইত্যাদি কারণেও চোখের নিচে কালো দাগ পড়ে ।আর এটি সৌন্দর্য কমিয়ে দেয়ার জন্য যথেষ্ট্


  • এটি রোধে করণীয় কি?(What to do to prevent dark circles?)

সবার প্রথমে মানসিক চাপ দুশ্চিন্তা কমানোর চোখের নিচে কালি পড়ার জন্য খুব প্রচলিত ।একটি কারণ সেটি হল কোন কারনে বেশি চাপে বা কোন ব্যাপার নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা তাই যতটা সম্ভব দুশ্চিন্তা কম করুন ।পর্যাপ্ত পরিমাণে ঘুমান কেউ যদি দিনে কমপক্ষে আট ঘণ্টা ঘুমাতে পারে তবে তার চোখের নিচে কালি পড়ার সম্ভাবনা থাকা সম্ভব না হলে অন্তত 6 ঘন্টা ঘুমানো উচিত।  এছাড়াও তার থেকে রেহাই পেতে পর্যাপ্ত পরিমাণ ভিটামিন সমৃদ্ধ খাবার খাওয়া জরুরি বিশেষ করে ভিটামিন বি6 সমৃদ্ধ খাবার খেতে হবে ।যেমন ডিম, কলা, সামুদ্রিক মাছ, মাংস  কলিজা ইত্যাদি। চোখের নিচে কালো দাগ কমাতে কার্যকরী হোমরেমিডি সম্পর্কে টিপস

‌ 



মধ্যে রয়েছে প্রাকৃতিক BLEACHING AGENT এটি চোখের নিচে কালো দাগ দূর করতে উপকারী ,পাশাপাশি এটি চোখের ফোলা ভাব কমায়। পাতলা করে আলু কেটে। চোখের উপর দিয়ে 10 মিনিট অপেক্ষা করুন মাঝে একবার এটাকে উল্টে দিতে পারেন। যখন মনে হবে চোখের নিচের ফোলা ভাব কমে আসছে তখন ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন। এরপর চোখের নিচে একটু নারকেল তেল দিয়ে দিতে পারেন। আলু আপনার চোখের নিচের সকল টক্সিক শুষে নেবে আর নারকেল তেল শুষ্ক ভাব দূর করবেন।


এরপর রয়েছে সেটা শতভাগ কার্যকরী হবে আপনার জন্য এই প্রণালীটি তৈরি করতে যা যা লাগবে তা হল এটি শসা একটি আলু 1 টেবিল-চামচ অ্যালোভেরা জেল অথবা অ্যালোভেরা এবং এক চামচ মধু তো সবার প্রথমে যেটা করতে হবে তা হলো প্রথমেই শসা এবং আলু কুচি করে একসাথে এররস ভালো করে বের করতে হবে এ।রপর এক চামচ মধু এবং একটা চামুচ মত অ্যালোভেরা জেল এগুলো একসাথে মিশিয়ে ভালো করে পেস্ট তৈরি করে নিন এবার 10 থেকে 15 মিনিট ফ্রিজে রেখে দিন তারপর এটি চোখের চারপাশে হালকা করে লাগিয়ে নিন এভাবে 20 থেকে 30 মিনিট রেখে দিন এরপর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন শসা আমাদের চোখের নিচে ডার্কসাকেল কে রিমুভ করতে কতটা উপকারী তা হয়তো নতুন করে বলার কিছু নেই স্বাধীনতা হরণের

 এন্টিঅক্সিডেন্ট ধারণ করে যা চোখের নিচে কালো দাগ দূর করতে সহায়তা করে। আলু এনজাইম এবং ভিটামিন সি ধারণ করে যা ত্বকের আদ্রতা বজায় রাখতে সহায়তা করে। পাশাপাশি চোখের নিচে কালো দাগ দূর করতে সহায়তা করে মধু এন্টিঅক্সিডেন্ট এবং পুষ্টিকর উপাদান ।এর একটি পাওয়ার হাউস পাশাপাশি এটি ত্বকের কালো দাগ দূর করতে চাও আর যদি কাজ করে যেমন চোখের নিচের কালো দাগ দূর করতে এটি ম্যাজিকের মতো কাজ করে অ্যালোভেরা জেল ত্বক মসৃণ এবং হাইড্রেট করে পাশাপাশি ডার্ক সার্কেল দূর করতে সহায়তা করে তো বুঝতে পেরেছেন এই প্রণালীটি আপনার চোখের কালো দাগ দূর করতে জাদুর মত কাজ করবে মাত্র তিন থেকে চারদিন ব্যবহারে আপনার চোখের ডার্ক সার্কেল অনেকটাই কমে আসবে পাশাপাশি আপনি যদি চান এটি ফ্রিজে রেখে অনেকদিন ব্যবহার করতে পারবেন সবশেষে আপনার জন্য স্পেশাল পাঁচটি টিপস যদি আপনি সব সময় এই পাঁচটি টিপস ফলো করতে পারেন তাহলে আপনাকে চোখের তলায় কালি পড়া নিয়ে আর কোনদিনও ভাবতে হবেনা তো চলুন জেনে নেয়া যাক


style  তখনও চোখ বেশি দোলবেন না আবার রাগ করবেন না মুখে মেকআপ থাকলে সেটাকে অবশ্যই ভালোভাবে ধুয়ে তারপর ঘুমাবেন অ্যালকোহল ধুমপান থেকে দূরে প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে পানি পান করুন দিনের বেলা যখন রোদে বাইরে যাবেন তখন সানগ্লাস ইউজ করুন সবশেষে একটা কথাই বলতে চাই যদি এই ভিডিওটি ভাল লেগে থাকে তাহলে আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলবেন না