এই বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব সেটি হল রাজ্যের ভূমি সংস্কার দপ্তর কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ।
যেখানে রেভিনিউ অফিসার এবং আমিন এই দুটো পদের জন্য নিয়োগ করা হচ্ছে। তবে এই দুটো পদে সরাসরি কিন্তু ফ্রেসারস যারা তারা এখানে আবেদন করতে পারবেন না। এবং একটি নির্দিষ্ট জেলার প্রার্থী হয়ে থাকলে এখানে আবেদনযোগ্য ।এখানে আবেদন করতে পারবে না সেই বিষয় সংক্রান্ত সরাসরি আমি একেবারে পোস্ট গুলো নিয়ে আলোচনা করছি ।
সবার প্রথম যে পদে আবেদন করতে পারবে সেটা হল রেভিনিউ অফিসার যেখানে একটি শূন্য পদ রয়েছে প্রত্যেক মাসে আপনাদের 15000 টাকা করে কিন্তু বেতন প্রোভাইড করা হবে। তবে এখানে মেনশন করা রয়েছে অবশ্যই ডি কন্ট্রাকচুয়াল ব্যাপার তারপরও ওখানে বলা হয়েছে ফর্মেদ ফ্রম দ্য রিট্রাইড গভমেন্ট এমপ্লয়ী অর্থাৎ এখানে এই পোষ্টের শুধুমাত্র তারাই আবেদন করতে পারবে এছাড়া অবসরপ্রাপ্ত সরকারি কর্মী। তারাই কিন্তু এই পদের ক্ষেত্রে আবেদন করতে পারবে এবং এখানের জমি জমা তাদের বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে। এমনকি প্রার্থীকে শারীরিকভাবে সক্ষম থাকতে হবে। এখানে 15000 টাকা প্রত্যেক মাসে বেতন দেওয়া হবে।
বেতন:১৫০০০/-
যোগ্যতা-অবসরপ্রাপ্ত সরকারি কর্মী
অভিগজ্ঞতা:- জমি-জমা
সেকেন্ডে পদ রয়েছে আমিন এর ক্ষেত্রে দুটো শূন্য পদ রয়েছে ।এবং এই পদের ক্ষেত্রে উপজেলা অবসরপ্রাপ্ত সরকারি কর্মী তারাই আবেদন করতে পাবে।7000 টাকা বেতন দেয়া হবে। এবং তার সঙ্গে জমিজমা কাজের অভিজ্ঞতার উপরে কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে ।তো এখানে আবেদন করবে কি করে তার জন্য অপেক্ষায় ফরমেট দেয়ার রয়েছে।
তার সঙ্গে এখানে কোন খানে লিখিত পরীক্ষা থাকবে না ওরালেটেস্ট এবং কাজের অভিজ্ঞতার ভিত্তিতে এখানে নিয়োগ করা হবে। হুগলি ডিসটিক থেকেই নিয়োগকে হতে চলেছে ছাড়া এখানে আবেদনে আগ্রহী তারা ইংলিশে আবেদনপত্রটি রয়েছেসম্পূর্ণ ফিলাপ করে। বাই পোষ্টের মাধ্যমে পাঠিয়ে তোমরা এখানে আবেদন করতে পারবে সেখানে আবেদন করার লাস্ট ডেট 14 ডিসেম্বর 2022 পর্যন্ত।