কলকাতা: দিল্লিতে ইজরায়েলি দূতাবাসের কাছে বিস্ফোরণ৷ তারপরই বিমানবন্দরগুলিতে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়৷ কলকাতা বিমানবন্দরেও ছিল বাড়তি নিরাপত্তা৷
শুক্রবার সন্ধ্যায় দিল্লির আব্দুল কালাম রোডে বিস্ফোরণ ঘটে৷ ইজরায়েলি দূতাবাসের কাছে ঘটে এই বিস্ফোরণ৷ তারপরই সতর্কতা জারি করা হয়৷ বিমানবন্দরগুলিতে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়৷ এমনকি সরকারি ভবনগুলিতেও ছিল বাড়তি নিরাপত্তা৷ এমনটাই খবর৷
জানা গিয়েছে,এদিন দিল্লির যেখানে বিস্ফোরণ ঘটে তার ২ কিলোমিটারের মধ্যে রয়েছে প্রধানমন্ত্রীর বাসভবন৷ আশেপাশে আরও অনেক মন্ত্রীরা থাকেন৷ এছাড়া আড়াই কিলোমিটার দূরে চলছিল বিটিং রিট্রিট৷ তখন বিজয়চকে সেই বিটিং রিট্রিটে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী৷ এ দিনই সংসদে বাজেট অধিবেশন শুরু হয়েছে৷
দিল্লি পুলিশ জানিয়েছে, ইজরায়েলি দূতাবাসের ১৫০ মিটার দুরে হয়েছে বিস্ফোরণ৷ ফুটপাতের কাছে এই বিস্ফোরণ হয়৷ বিকেল পৌনে ছয়টা নাগাদ এই বিস্ফোরণ হয়। প্রাথমিক অনুমান ৫ এপিজে আব্দুল কালাম রোডের কাছে জিন্দর হাউসের পাশে আইইডি রাখা হয়েছিল। এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই। সম্পত্তিতে কোনও ক্ষতি হয়নি। পাশে দাঁড়ানো তিনটি গাড়ির কাঁচ ভেঙে যায়।
সূত্রের খবর, বিস্ফোরণে অ্যামোনিয়াম নাইট্রেট ব্যবহার করা হয়ে থাকতে পারে৷ খবর পেয়ে ঘটনাস্থলে আসেন এনআইএ আধিকারিকরা৷ এছাড়া ফরেনসিক বিশেষজ্ঞ দল ও বোম স্কোয়াড৷ দমকলের ৬ টি ইঞ্জিন৷ বিস্ফোরণস্থলের চারিদিক ঘিরে রাখে পুলিশ৷ কীভাবে এই বিস্ফোরণ হয়েছে তা এখনও পরিস্কার নয়৷
তদন্তকারীদের অনুমান, মানুষের মনে আতঙ্ক সৃস্টি করতেই এই বিস্ফোরণ ঘটিয়েছে দুষ্কৃতীরা৷ যদিও কোনও ফাঁক না রেখে তদন্তে সবদিক খতিয়ে দেখছে পুলিশ৷ ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে৷
এর আগে ২০১২ সালের ১৩ ফেব্রুয়ারি দিল্লিতে এক ইজরায়েলি ডিপ্লোম্যাটের গাড়িতে বোমা বিস্ফারণ হয়। সেই ডিপ্লোম্যাটের স্ত্রী তখন গাড়িটি করে বাচ্চাদের স্কুল থেকে নিতে যাচ্ছিলেন। যদিও সেই সময়ও বিস্ফোরণে কারও প্রাণ হানি হয়নি৷
