Header Ads Widget

বন সহায়ক পদে নিয়োগে `অস্বচ্ছতা`, রাজ্যকে হলফনামা পেশের নির্দেশ High Court-র

 নিজস্ব প্রতিবেদন: দুর্নীতির অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রী নিজেই। তদন্তের প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা। বন সহায়ক পদে নিয়োগ নিয়ে এবার হাইকোর্টে (Calcutta High Court) ধাক্কা খেল রাজ্য সরকার। আদালত জানতে চায়, কীভাবে নিয়োগ হয়েছে? মেধাতালিকারইবা কী অবস্থা? ৪ মার্চের মধ্যে রাজ্যকে হলফনামা দেওয়ার নির্দেশ দিলেন বিচারপতি।




ভোটের মুখে বনমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে বিজেপিতে (BJP) যোগ দিয়েছেন রাজীব বন্দ্যোপাধ্যায় (Rajib Banerjee)। এরপর তাঁর আমলে বন সহায়ক পদে নিয়োগে দুর্নীতির অভিযোগ করেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আলিপুরদুয়ারে জনসভায় নাম না করে বলেন, 'আমি জানি যে ছেলেটা আমাদের ছেড়ে চলে গিয়েছে, কিন্তু আমাদের সঙ্গে ছিল, বন সহায়তা স্কিমে আমাদের সঙ্গে থাকা এক নেতা কারসাজি করেছে। আমার কাছে অনেকে এই অভিযোগ করেছে।' এমনকী ঘোষণাও করে দেন, যে নির্বাচন ঘোষণা হলেও তদন্ত চলবে। যেদিন বন সহায়ক পদ নিয়োগে দুর্নীতির অভিযোগে তদন্তে অনুমোদন দেয় রাজ্য় মন্ত্রিসভা, সেদিনই প্যানেল বাতিলের দাবিতে SAT-র মামলা করেন বেশ কয়েকজন কর্মপ্রার্থী। এবার সেই মামলা গড়াল হাইকোর্টেও (Calcutta High Court)