Header Ads Widget

মাত্র ৫ হাজারে গাড়ি হবে আপনার নামে, ৭৫ কিমি তড়তড়িয়ে ছুটবে নয়া স্কুটিমাত্র ৫ হাজারে গাড়ি হবে আপনার নামে, ৭৫ কিমি তড়তড়িয়ে ছুটবে নয়া স্কুটি

 


নয়াদিল্লি: বাজারে এল টিভিএসের নয়া স্কুটি। TVS iQube Electric নামের এই স্কুটিটি বাজারে এসেছে সাদা রং-এ। এতে যুক্ত করা হয়েছে বেশ কিছু উন্নত প্রযুক্তির ফিচার। রথম নজরে স্কুটারটিকে কিন্তু বেশ আকর্ষণীয় দেখাচ্ছে।



 

গাড়ির গতি


জানা যাচ্ছে এই স্কুটারটি কিনে আখেরেই লাভবান হবেন গ্রাহক। এতে থাকছে ৪.৪ কিলোওয়াট ক্ষমতার একটি বৈদ্যুতিক মোটর। একবার ফুল চার্জে এই দু চাকার যানটি ৭৫ কিমি অবধি যেতে পারে। প্রতি ঘন্টায় ৭৮ কিমি স্পিডে যেতে পারে এই গাড়িটি। এর সবচেয়ে বড় সুবিধা হল, শুরুতেই এর গতি বাড়ানো যায়। স্টার্ট করার পর মাত্র ৪.২ সেকেন্ডের মধ্যে এতে ৪০ কিমি স্পিড তোলা যাবে। ভারতের বাজারে এর দাম থাকছে ১ লক্ষ ১৫ হাজার টাকা।


এর উন্নত প্রযুক্তির ফিচার


এই স্কুটিতে বিশেষ ফিচার হিসেবে থাকছে মাল্টি-সিলেক্ট ইকোনমি, পাওয়ার মোডস, ডে-নাইট ডিসপ্লে, কি-পার্ক অ্যাসিস্ট, এলইডি হেডলাইট ইত্যাদি। এছাড়া গ্রাহকরা টিভিএস আইকিউব অ্যাপের মাধ্যমে স্কুটারের অনেকগুলি ফিচার অ্যক্সেস করতে পারবেন। এর মধ্যে রয়েছে নেভিগেশন এর সুবিধাও।



 

টোকেন মানি ৫ হাজার টাকা


টিভিএস মোটর সংস্থা তাঁদের এই নয়া TVS iQube Electric এর দাম রেখেছে ১ লক্ষ ১৫ হাজার টাকা। ইতিমধ্যেই কোম্পানি বুকিং শুরু করে দিয়েছে। গ্রাহকরা কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট বা ডিলারশিপ ভিজিট করে গাড়িটি বুক করতে পারেন। এটা বুক করতে গ্রাহকদের টোকেন মানি হিসেবে ৫ হাজার টাকা দেওয়া হবে। বর্তমানে করোনার জন্য এই কোম্পানি গ্রাহকদের কনাক্টলেস পরিষেবা দিচ্ছে। হোম চার্জিং ইন্সটলেশন, টেস্ট-রাইড, হোম ডেলিভারির মতো সুবিধাও দিচ্ছে কোম্পানি।


উল্লেখ্য, করোনার পর থেকেই সাধারণ মানুষের একটা বড় অংশ নিজস্ব গাড়ির দিকে ঝুঁকছে। এক্ষেত্রে বাইক ও স্কুটির মার্কেট চড়চড় করে উপরে উঠেছে। ফলে কোম্পানিগুলি বাজারে আনছে একের পর এক নয়া ফিচারের গাড়ি।