Header Ads Widget

কোভিড টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার পরেই মৃত্যু মহারাষ্ট্রে

 SUBMIT


প্রথম পাতানীলবাড়ির লড়াইকলকাতাপশ্চিমবঙ্গদেশবিদেশসম্পাদকের পাতাখেলাবিনোদনজীবন+ধারাজীবনরেখাফোটোঅন্যান্যপাত্রপাত্রী


প্রথম পাতা

নীলবাড়ির লড়াই

কলকাতা

পশ্চিমবঙ্গ

দেশ

বিদেশ

সম্পাদকের পাতা

খেলা

বিনোদন

জীবন+ধারা

জীবনরেখা

ফোটো

অন্যান্য

পাত্রপাত্রী

Download the latest Anandabazar app

   

© 2021 ABP Pvt. Ltd.

    

Anandabazar

India

Maharashtra Man Dies Shortly After 2nd Vaccine Dose dgtl

. . .

কোভিড টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার পরেই মৃত



কোভিড টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার কিছু ক্ষণের মধ্যেই ৪৫ বছর বয়সি এক ব্যক্তির মৃত্যু হল মহারাষ্ট্রে। মঙ্গলবার।


হাসপাতাল সূত্রের খবর, মৃত সুখদেব কিরদাতের বাড়ি ভিওয়ান্ডিতে। তিনি ছিলেন এক জন চক্ষুরোগ বিশেষজ্ঞের গাড়ির চালক। মঙ্গলবার কোভিড টিকার দ্বিতীয় ডোজ দেওয়ার ১৫ মিনিটের মধ্যেই হাসপাতালের অবজারভেশন রুমে জ্ঞান হারিয়ে ফেলেন সুখদেব। ২ সন্তানের জনক সুখদেবকে প্রায় সঙ্গে সঙ্গেই নিয়ে যাওয়া হয় কাছাকাছি ইন্দিরা গাঁধী মেমোরিয়াল হাসপাতালে। সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।



চিকিৎসকরা জানিয়েছেন, ঠিক কী কারণে সুখদেবের মৃত্যু হয়েছে সে ব্যাপারে তাঁরা নিশ্চিত হতে পারেননি। ময়না তদন্তের পরেই তাঁর মৃত্যুর সঠিক কারণ জানা সম্ভব হবে।


সুখদেবকে কোভিড টিকার প্রথম ডোজটি দেওয়া হয়েছিল গত ২৮ জানুয়ারি।



হাসপাতালের চিকিৎসক কে আর খারাত বলেছেন, ‘‘এক মাসে সুখদেবকে কোভিড টিকার প্রথম ডোজটি দেওয়া হয়েছিল। তখন কোনও সমস্যা হয়নি। দ্বিতীয় ডোজটি দেওয়ার আগেও তাঁর সার্বিক শারীরিক পরীক্ষা হয়েছিল। দীর্ঘ দিন ধরেই উচ্চ রক্তচাপজনিত সমস্যা ছিল সুখদেবের। তবে টিকার দ্বিতীয় ডোজটি নেওয়ার আগে সুখদেবের রক্তচাপ স্বাভাবিকই ছিল। পা একটু ঘামছিল। তবে সুখদেবের মৃত্যুর কারণ সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি।’’


মঙ্গলবার মহারাষ্ট্রে ৩৩ হাজার ৪৪ জনকে কোভিড টিকা দেওয়া হয়েছে বলে সরকারি সূত্রে খবর।