Header Ads Widget

দেশসে কী! নিলামে মদের দোকানের দাম ৭২ লক্ষ থেকে উঠল ৫১০ কোটি টাকায়!


 ডিজিটাল ডেস্ক: নিলাম মানেই টাকার লড়াই। যে বেশি টাকা দেবেন সেই জিতবেন। এই লড়াইয়ে কখনও কখনও কয়েক হাজার টাকার জিনিসের দামও কয়েক গুণ বেড়ে যায়। কিন্তু কখনও শুনেছেন ৭২ লক্ষ টাকা দিয়ে শুরু হওয়া কোনও দোকানের দাম নিলামে ৫০০ কোটি টাকা ছাড়িয়ে গিয়েছে? না, সচরাচর এমন খবর প্রকাশ্যে আসে না। তবে এবার রাজস্থানে (Rajasthan) ঘটেছে সেরকমই একটি ঘটনা। যেখানে একটি মদের দোকান নিলামে উঠেছিল। আর সেখানেই ৭২ লক্ষ টাকার দোকানের দাম বেড়ে হল ৫১০ কোটি টাকা! যা জানতে পেরে অবাক অনেকেই।



একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, রাজস্থানের হনুমানগড়জেলায় ওই নিলামটি শুরু হয়েছিল সকাল ১১টায়। আর শেষ হয় রাত ২টোয়। অর্থাৎ প্রায় ১৫ ঘণ্টা ধরে চলে সেটি। গত বছরও নিলামে তোলা হয়েছিল ওই মদের দোকানটি। তখন সেটির দাম উঠেছিল ৬৫ লক্ষ। এদিন তাই নিলাম শুরু হয়েছিল ৭০ লক্ষ টাকা থেকে। তারপরই দর হাঁকাহাঁকিতে সেই দোকানের নাম উঠে যায় ৫১০ কোটি টাকা। যা শোনার পর অনেকেই হতবাক হয়ে যান।