Header Ads Widget

জোর ঝগড়া! Dev কে ব্লক করলেন Rukmini?


 নিজস্ব প্রতিবেদন : সাদা-কালো ছবিতে গর্জাস লুকে নিজের একটি ছবি পোস্ট করেছিলেন রুক্মিণী মৈত্র (Rukmini Maitra)। আর তা ঘিরেই যত বিপত্তি। এখন দেব (Dev)-এর সঙ্গে তাঁর মতবিরোধ এল প্রকাশ্যে! দেব-রুক্মিণীর ঝগড়াই হয়ে উঠেছে নেটিজেনদের আলোচনার বিষয়। 




ঠিক কী ঘটেছে দেব-রুক্মিণীর (Dev-Rukmini) মধ্যে?



১৫ মার্চ, সোমবার নিজের সাদা-কালো ফ্রেমে একটি ছবি পোস্ট করেন রুক্মিণী। ক্যাপশানে লেখেন, ''তিনি সবসময় বিশ্বাস করেন যে ছায়ার অন্দরে সুন্দর কিছু একটা রয়েছে।'' আর তাতেই দেব মন্তব্য করে বসেন, ''কী বাজে ছবিটা...আরও ভালো ছবি ছিল তো?'' তাঁর এমন মন্তব্যে রুক্মিণী পাল্টা প্রশ্ন করে বসেন ''যেমন?'' উত্তরে সঙ্গে সঙ্গেই একটি ছবি পোস্ট করে ফেলেন সুপারস্টার। যেখানে তিনিই কেন্দ্রবিন্দুতে। ব্যাকগ্রাউন্ডে রুক্মিণীকে দেখা গেলেও বেশ অস্পষ্ট। ক্যাপশানে লেখেন, ''এটা কেমন?'' আর তাতেই বেশ চটে যান রুক্মিণী। সঙ্গে সঙ্গে লেখেন 'ব্লক'।