গত বুধবার রাতে নাটোরের চালপট্টি যেন হয়ে উঠল মাছের বাজার। একটি বাগাড় ও তিনটি বোয়াল নিয়ে বাজারে চলে আসেন দুজন। বাগাড়ের ওজন ৩০ কেজি ও তিনটি বোয়ালের ওজন ১০ থেকে ১২ কেজির মধ্যে। এই তিনটি মাছ দেখতে প্রচুর মানুষ ভিড় জমায় নাটোরের বাজারে। গাইবান্ধা থেকে আসা মাছ বিক্রেতা বাগাড়ের দাম হেঁকে বসেন ৪৮ হাজার টাকা। অন্যদিকে তিনটি বোয়ালের দাম হাঁকেন ৫২ হাজার টাকা। দাম হাঁকতেই কেনাকাটা ধুম পড়ে যায় বাজারে।
তবে মাছ বিক্রেতা জানিয়েছেন, 'চাল ব্যবসায়ীদের কাছে মাছ বিক্রি করে ভালো লাভ করার আশা ছিল। তবে লাখ টাকার মাছ ৫০ হাজার টাকায় বিক্রি করে দিতে বাধ্য হয়েছি। তবে সব মাছ বিক্রি করতে পেরেছি। তাই এখন দুশ্চিন্তা মুক্ত লাগছে।' মাছ বিক্রেতা জানান, গাইবান্ধার যমুনা নদীতে জেলেদের জালে মাছগুলি ধরা পড়েছিল। মাছগুলি কিনে তাঁরা রাজশাহী নিয়ে যাচ্ছিল। কিন্তু রাস্তা খারাপ থাকার জন্য বেগুড়া থেকে নাটোরে আসতেই রাত হয়ে যায়। এইজন্য মাঝপথে নাটোরে নেমে পড়েন। মাছ কিনতে পেরে খুশি অনেকেই। এক ক্রেতা জানান, 'অনেক সস্তায় পেয়ে গেলাম। তাই বোয়ালের কিছুটা অংশ কিনেছি।'