Header Ads Widget

মাস্ক না পরায় ৩০ কোটি ৫০ লক্ষ জরিমানা!

 


মুম্বই: মহামারী শুরুর সময় থেকেই মাস্ক, স্যানিটাইজার আমাদের সঙ্গী হয়েছে। তবে তার মধ্যেও কিছু দুঃসাহসিক ব্যক্তিকে দেখা গিয়েছে মাস্ক ছাড়াই রাস্তায় ঘুরে বেড়াতে। লক ডাউন ও লক ডাউন পরবর্তী সময়ে এই দৃশ্য বারবার চোখে পড়েছে সাধারণ মানুষ থেকে প্রশাসনের। বারবার সংযত হতে বললেও অনেকেই তা না শোনায় প্রশাসনের হাতে খেয়েছে মারও। পেয়েছে শাস্তিও। তবে এবার বৃহন মুম্বই কর্পোরেশনের হাতে এলো এমন তথ্য যা অবাক করবেই আপনাদের।




 

মহারাষ্ট্রে এই সময়েও করোনার যে ঝড় শুরু হয়েছে, তাতে চিন্তিত দেশবাসী। মঙ্গলবার বৃহন মুম্বই কর্পোরেশন জানিয়েছে যে এখন অবধি মাস্ক না পরার জন্যে ১৪, ৬০০ জন সাধারণ মানুষ ২৯ লক্ষ টাকা জরিমানা দিয়েছে কর্পোরেশনকে। ২০২০ সালের মার্চ থেকে এখন অবধি করোনা বিধি ভঙ্গ করার জন্যে বৃহন মুম্বই কর্পোরেশন ১৫ লক্ষ মানুষের কাছ থেকে সংগ্রহ করেছে ৩০.৫ কোটি জরিমানা। আরো জানা গেছে যে, গত সপ্তাহের শেষে দেখা গেছে ২২৯৭৬ জন মানুষ মাস্ক নিয়ম লঙ্ঘন করায় জরিমানা দিয়েছে। মঙ্গলবার থেকে বৃহন মুম্বই কর্পোরেশন মাস্ক না পরার কারণে তার অধীনস্থ সংস্থা যেমন মুম্বই পুলিশ, মধ্য ও পশ্চিম রেলওয়ের দ্বারা সংগৃহিত জরিমানার তথ্য প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছে। মধ্য ও পশ্চিম রেলওয়ে এখন পর্যন্ত ৯১, ৮০০ টাকা জরিমানা সংগ্রহ করেছে।



আরো পোস্ট- ৫ দশক পর বিরল ঘটনা বারাণসীর মন্দিরে, বিপদ কাটার সংকেত!



 

মহারাষ্ট্র জুড়ে করোনা বিধি নিয়ে আরো কঠোর হয়েছে বৃহন মুম্বই কর্পোরেশন। ফলে মাস্ক না পরে পাবলিক প্লেসে ঘুরলেই ২০০ টাকা তাৎক্ষণিক জরিমানা দেওয়া বাধ্যতামূলক। এছাড়াও যাদের কাছে সেই মুহূর্তে জরিমানার টাকা নেই তারাও পার পাবেন না। তাদেরকে করতে হবে রাস্তা পরিষ্কারের মতো নানা সামাজিক কাজ। এটাই শাস্তি তাদের। শহরের রাস্তায় রাস্তায় প্রহরীদের সংখ্যা আরো বাড়ানো হয়েছে বৃহন মুম্বই কর্পোরেশনের কমিশনার আই এস চাহালের নির্দেশের ভিত্তিতে। গত সপ্তাহে মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে জানিয়েছিলেন যে রাজ্য সরকার আগামী সপ্তাহের করোনা রিপোর্ট দেখে ঠিক করা হবে যে লক ডাউন ঘোষণা করা হবে কিনা।